- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-৮-২০২৩, সময়ঃ রাত ০৭:৫২
গোবিন্দগঞ্জ পৌরসভার উদ্যোগে শোক সভা, স্বেচ্ছায় রক্তদান ও গণস্বাক্ষর কর্মসূচি
গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার উদ্যোগে শোক সভা, স্বেচ্ছায় রক্তদান ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে এবং পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহীন আকন্দের সঞ্চালনায় শোক সভা অনুষ্ঠিত।
আজ বুধবার (৩০ আগস্ট) বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্বরের সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও কামারদহ ইউপি চেয়রম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মুরাদ, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু প্রমুখ।
পরে শহরে একটি বিশাল শোক র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর পৌর সভার আয়োজনে জাতির পিতা ও তার পরিবারের নির্র্মম হত্যাকান্ডের মুলহোতা জিয়াউর রহমানের মরনোত্তর বিচার দাবীতে গণস্বাক্ষর এবং সন্ধানী’র শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ইউনিটের পরিচালনায় স্বেছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।